
চ্যানেল আই–এ আজ ‘প্রকৃতি ও জীবন’-এ বিশেষ পর্ব “বায়োফেলিয়া”
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
চ্যানেল আই–এর জনপ্রিয় অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’–এর এবারের পর্বে থাকছে পরিবেশবিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান “বায়োফেলিয়া: আজ”। সুইস এম্বাসির সহযোগিতায় এবং জেনল্যাবের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী বায়োফেলিয়া উৎসবের অভিজ্ঞতা ও প্রেক্ষাপটকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। আলোচনায় অংশ নেবেন শিরিন সুলতানা লিরা, প্রোগ্রাম ম্যানেজার (গভর্ন্যান্স, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট), সুইস এম্বাসি বাংলাদেশ ,মেহেদী হাসান বাপ্পী, প্রজেক্ট কো-অর্ডিনেটর (ইয়ুথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট নিউট্রিশন), গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)প্রশান্ত ভার্মা, কান্ট্রি ডিরেক্টর, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন রাতুল দেব, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনল্যাব অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জামাল রেজা ও সোহেল মজুমদার।
সম্প্রচারের সময়সূচি প্রথম সম্প্রচার: আজ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে, পুনঃপ্রচার: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর সকাল ১১টা ০৫ মিনিটে এবং রবিবার, ২১ সেপ্টেম্বর সকাল ৫টা ৩০ মিনিটে প্রকৃতি, পরিবেশ ও মানবজীবনের আন্তঃসম্পর্ক নিয়ে সাজানো এই বিশেষ পর্বটি দর্শকদের কাছে বিশেষ আগ্রহের সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।